দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের যুবারা আবার সিরিজ জয় করেছে। বেনোনিতে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচে স্বাগতিকদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত ১০ বছরে চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে সবকটিতেই জয় পেল বাংলাদেশের যুবারা।
দুই দিন আগে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ হেসেখেলে জয় পেয়েছিল। জিতেছিল ১৩০ রানে।
উইলোমুল পার্কে প্রথমে ব্যাট করে বাংলাদেশের দলটি ৬ উইকেটে ২৬৫ রান করে। অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাট থেকে এসেছে ৬৭ রান। ৯০ বলে তিন এই রান করেন।
জবাবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বোলাররা বল হাতে শুরুতে সতীর্থদের মুখে হাসি ফোটান। মাত্র ১৪ রানে তারা তিন উইকেট তুলে নেন। শুরুতে তিন উইকেট হারিয়ে যে চাপে পড়ে স্বাগতিকরা সেই চাপ আর সামাল দিতে পারেনি। বরং ৩০.২ ওভারে অল আউট হয়ে যায় ১৬১ রানে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেছেন জ্যাসন রোলেস। আল ফাহাদ, আজিজুল হাকিম ও স্বাধীন ইসলাম দুটো করে উইকেট নেন।
