প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার অনুষ্ঠি প্রীতি ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়াকে। ৫-০ গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি। এস্তেভাও ও রদ্রিগো দুটো করে গোল করেছেন। অন্য গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের।
সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ দিতে খুব বেশি নেয়নি দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের বয়স ১৩ মিনিটে হতেই সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন এস্তেভাও। ১৮ বছর বয়সী এই তরুণ নিউক্যাসলের অধিনায়ক ব্রুনো গুইমারায়েসের কাছ থেকে বল পেয়ে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষককে পরাভূত করেন।
শুরুতে গোল হজম করলেও দক্ষিন কোরিয়া প্রথমার্ধের বাকি সময়টা বেশ ভালোভাবেই সামাল দেয় ব্রাজিলকে। তবে ৪১ মিনিটে অধিনায়ক কাসেমিরোর পাস থেকে বল পেয়ে স্কোরশিটে নাম লেখান রদ্রিগো।
প্রথমার্ধের দুই তারকা এস্তেভাও ও রদ্রিগো যেনো গোলের প্রতিযোগিতায় নেমেছিলেন। তাই তো দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে উভয়ে আবার গোল করেন। এস্তেভাও ৪৭ মিনিটে এবং রদ্রিগো ৪৯ মিনিটে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
গোল উৎসবে নিজেকে বঞ্চিত করাটা যেন অনুচিত মনে হলো ভিনিসিয়ুস জুনিয়রের। তাইতো ৭৭ মিনিটে এস্তোভাও ও রদ্রিগোর সঙ্গে যোগ দিলেন ভিনিসিয়ুস। গোলের ব্যবধান বেড়ে দাঁড়ালো ৫-০। এ ব্যবধানেই বাকি সময়টুকু পার করে ব্রাজিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















