দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করেছে ব্রাজিল। সোমবার ভোরে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে তারা চিলিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে। অন্যদিকে টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিট হিসেবে নামা আর্জেন্টিনা রানার্স আপ হয়েছে। শেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের কাছে ২-৩ গোলে হেরে গেছে।
আর্জেন্টিনার কাছে বাজে এক হারে মিশন শুরু হয়েছিল ব্রাজিলের। ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেই ব্রাজিল চূড়ান্ত পর্বে আর্জেন্টিনাকে রুখে দিয়ে শিরোপার অন্যতম দাবিদার হয়ে ওঠে। শেষ পর্যন্ত চিলিকে উড়িয়ে দিয়ে তারা শিরোপা জয় করে। চিলিকে হারানোর মাঝ দিয়ে তাদের শিরোপা জয় নিশ্চিত হলেও আর্জেন্টিনার জন্য তাদের অপেক্ষায় থাকতে হয়। শেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাতে পারলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতো। কিন্তু প্যারাগুয়ের ম্যাচের শুরুতেই আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।
প্যারাগুয়ে ৩০ মিনিটের সময় গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোল পায় প্যারাগুয়ে। তবে কিছুটা হলেও নাটকীয়তা ফিরিয়ে এনেছিল আর্জেন্টিনা। ক্যারিজো ৫২ ও ৬৬ মিনিটে জোড়া গোল করে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরিয়ে এনেছিল। কিন্তু ৮২ মিনিটে প্যারাগুয়ে আবার গোল পেলে আর্জেন্টিনার হার নিশ্চিত হয়ে যায়।
এর আগে ব্রাজিল পায় নাটকীয় জয়।চিলির বিপক্ষে মাত্র ১৫ মিনিটে তারা তিন গোল পেয়ে যায়। ড্রতে ম্যাচ শেষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়া ম্যাচে ৭৩ মিনিটে ব্রাজিল প্রথম গোল পায়। ৮৬ ও ৮৮ মিনিটে তারা পরপর দুই গোল করে বড় জয় নিশ্চিত করে। সেই সঙ্গে তাদের শিরোপা জয়ও।
চ্যাম্পিয়ন ব্রাজিল, রানার্স আপ আর্জেন্টিনা, তৃতীয় স্থানে থাকা কলাম্বিয়া ও চতুর্থ স্থানে থাকা প্যারাগুয়ে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। পাশাপাশি আয়োজক চিলিও বিশ্বকাপে খেলবে।