দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলবেন কারভাহাল

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহাল। স্প্যানিশ এই রাইট ব্যাক ইনজুরি মুক্ত হওয়া গত মাসে দলে ফিরেছেন। গত অক্টোবরে ইনজুরি আক্রান্ত হয়ে দলের বাইরে ছিলেন তিনি।

৩৩ বছর বয়সী কারভাহাল বলেন, আমি কোচের ইচ্ছা অনুসারে যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। দলের প্রয়োজনে আমি গোলপোস্টের নিচেও দাঁড়াতে পারি। আমি সেন্টার ব্যাক পজিশনে খেলেছি, লেফট ব্যাকে, উইংয়ে খেলার জন্য প্রস্তুত আছি। কোচে যেখানে আমাকে প্রয়োজন মনে করবেন আমি সেখানে খেলব। যে কোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করতে প্রস্তুত।

কোচ জাবি আলেনসো দলকে শক্তিশালী করতে ইংল্যান্ডের ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড ও লিভারপুলের ডিন হুইসেনকে দলভুক্ত করেছেন।

ক্লাব বিশ্বকাপ ফুটবলে আজ রিয়াল মাদ্রিদ জুভেন্টাসের বিপক্ষে খেলবে। এ ম্যাচে কারভাহাল একাদশে সুযোগ পাবেন কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। সাক্ষাতকারে তিনি বলেন, আমি এ ম্যাচে সুযোগ পাব কিনা জানি না। তবে সুযোগ পেলেই নিজেকে শতভাগ উজাড় করে দেব। আমার আত্মবিশ্বাস তুঙ্গে। তবে এটা ঠিক যে, অনুশীলনে কিছুটা ঘাটতি রয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগে আমি অনুশীলন শুরু করেছি। যাহোক সামনে আমাদের নক আউট ম্যাচ। জয়ের কোনো বিকল্প নেই। হারলে বাড়ি ফিরে যেতে হবে।

Exit mobile version