দারুণ এক জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে অ্যাস্টন ভিলা।শুক্রবার এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলায় তারা ২-০ গোলে কার্ডিফকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। উভয় গোল করেন মার্কো অ্যাসেনসিও। গত ১০ বছরে এবারই তারা প্রথম এফএ কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
নিজেদের মাঠে খেলা হলেও জয় পেতে বড় পরিশ্রম করতে হয়েছে অ্যাস্টন ভিলা। আধিপত্য থাকলেও প্রথমার্ধে তারা কোনো গোল পায়নি। অবশেষে ৬৮ মিনিটে অ্যাস্টন ভিলা প্রথম গোলের দেখা পায়। গোলটি করেন অ্যাসেনসিও।
এ মাসের শুরুতে অ্যাসেনসিও প্যারিস সেন্ত জার্মেই থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। ৮০ মিনিটে অ্যাসেনসিও দ্বিতীয় গোল করেন। ভিলার হয়ে গত ছয় ম্যাচে অ্যাসেনসিও’র এটা ছিল চতুর্থ গোল। দ্বিতীয় গোলের পর অ্যাসেনসিওকে তুলে নেওয়া হয়। এ সময় অ্যাস্টন ভিলার সমর্থকরা তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানান।
অ্যাস্টন ভিলা সর্বশেষ ২০১৪-১৫ সালে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। শুধু তাই নয়, সে আসরে তারা ফাইনালে পৌঁছেছিল। সে ম্যাচে আর্সেনালের কাছে তারা ৪-০ গোলে হেরে যায়।