দাপুটে জয়ে রিয়াল মাদ্রিদের শীর্ষে ফেরা

গোলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা

লা লিগায় আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে সেই ধাক্কা ভালোভাবেই সামলে উঠেছে শিরোপা প্রত্যাশী দলটি। ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে তারা। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

এ জয়ের ফলে আট ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তাদের অনুসরণ করে চলেছে বার্সেলোনা। ১৯ পয়েন্ট তাদের। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। ফলে যে কোনো সময় রিয়াল মাদ্রিদকে তারা আবার টপকে যেতে পারে।

রিয়াল মাদ্রিদের জন্য প্রথমার্ধটা ছিল হতাশার। কোনো গোলই তারা পায়নি এ অর্ধে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই সব হতাশা দূর করে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ৪৭ মিনিটে তিনি গোল করে দলকে এগিয়ে নেন।

ব্যবধান বাড়ানো গোলের জন্য রিয়াল মাদ্রিদকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৯ মিনিটে এক পেনাল্টিতে গোল করে ২-০ গোলে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলের উৎসব শেষ হতে না হতেই কিলিয়ান এমবাপ্পে গোলের দেখা পান। ৮১ মিনিটে তিনি গোল করেন। ব্রাহিম দিয়াজের পাষ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।

এর আগে অবশ্য ভিয়ারিয়ালের জন্য সময়টা যেমন ছিল স্বস্তির তেমননি অস্বস্তির। ৭৩ মিনিটে এক গোল ফিরিয়ে দিয়ে তারা খেলায় ফেরার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু এর পরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির সান্তিয়াগো মোরেনো। ফলে ম্যাচে আর ফেরা হয়নি তাদের।

Exit mobile version