দারুণ এক জয়ে মেজর সকার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের ত্রিশতম মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচি একমাত্র গোলটি করেন। গোল পাননি মেসি, তবে ক্লেভেল্যান্ড স্টেডিয়ামে উপস্থিত রেকর্ড সংখ্যক দর্শকরে মন কেড়েছেন এই আর্জেন্টাইন।
এ জয়ের পর ৮ ম্যাচ শেষে ইন্টার মায়ামি পয়েন্ট টেবিলে এককভাবে নেতৃত্ব দিচ্ছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। সমান পয়েন্ট কলম্বাস ক্রুয়ের। তবে গোল পার্থক্যে তারা পিছিয়ে পড়েছে। তাছাড়া মায়ামি একটা ম্যাচ কম খেলেছে। ৮ ম্যাচে মায়ামি পাঁচ ম্যাচে জয় পেয়েছে, তিনি ম্যাচে ড্র। অন্যদিকে ৯ ম্যাচে পাঁচ ম্যাচ জয় কলম্বাসের, তিন ম্যাচে ড্র এবং এক ম্যাচে হার। এবারের মৌসুমে কলম্বাসের এটাই প্রথম হার। অন্যদিকে মায়ামি এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে কীর্তি ধরে রেখেছে।
ইন্টার মায়ামির লিওনেল মেসির প্রতি দর্শক আগ্রহের কথা বিবেচনা করে ম্যাচটি ক্লেভেল্যান্ডের সরিয়ে নেওয়া হয়েছিল। ৬০ হাজার দর্শক খেলাটি উপভোগ করেছে। মেজর সকার লিগে মেসি যোগ দেওয়ার পর এ মৌসুমে দ্বিতীয়বার এবং সব মিলিয়ে নবমবারের মতো এক ম্যাচে ৬০ হাজারের বেশি দর্শক খেলা দেখেছে।
এ ম্যাচের আগ পর্যন্ত কলম্বাস ক্রু পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছিল। ফলে এ ম্যাচকে ঘিরে দর্শকের আগ্রহের কমতি ছিল না।মেসি গোল পাননি কিন্তু দর্শকের প্রত্যাশা ভালোভাবে পূরণ করেছেন। গোল পাননি, তবে গোলের একাধিক সুযোগ পেয়েছিলেন। মেসি গোল না পেলেও দলকে পুরো পয়েন্ট এনে দেওয়ার কাজটি ভালোভাবেই করেছেন বেঞ্জামিন ক্রেমাসচি। ৩০ মিনিটে গোলটি করেন তিনি। ২৭৭ মিনিট পর মেসি ছাড়া মায়ামির অন্য কেউ এই প্রথম গোলের দেখা পেল।
