উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি মঙ্গলবার রাতে টানা চতুর্থ জয় পেয়েছে। নিজেদের মাঠের খেলায় লুইস দিয়াজের হ্যাটট্রিকে লেভারকুসেনকে ৪-০ গোলে হারিয়েছে তারা। অন্য গোলটি করেন কোডি গাকপো।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের এটা চার ম্যাচে চতুর্থ জয়। চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে বায়ার লেভারকুসেন ৪ ম্যাচ থেকে পেয়েছে ৭ পয়েন্ট।
সময়টা এখন লিভারপুলের বলা যায়। ম্যানচেস্টার সিটিকে সরিয়ে কয়েকদিন আগে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থান নিজেদের দখলে নিয়েছে। আর চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষস্থানটি শুরু থেকেই তাদের নিয়ন্ত্রণে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পাশাপাশি শুধু অ্যাস্টন ভিলা শতভাগ জয় ধরে রেখেছে। তারা তিন ম্যাচের তিনটিতে জয় পেয়েছে।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত এ ম্যাচে বড় ব্যবধানে হারলেও প্রথমার্ধে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল লেভারকুসেন। সমানতালে লড়াইয়ের চেষ্টা করেছে তারা। প্রথমার্ধে এ চেষ্টায় সফল হলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে বসে দলটি। আর এ ফাঁকেই একের পর এক গোল করেছে লিভারপুল। দিয়াজই গোলের সূচনা করেন। ৬১ মিনিটে প্রথম গোল করেন তিনি।
দুর্ভাগ্য লেভারকুসেনের। প্রথম গোল হজমের পর যেনো তারা ছন্দ হারিয়ে বসে। তাইতো মাত্র দুই মিনিট ব্যবধানে লিভারপুল ২-০ গোলে এগিয়ে যায়। কোডি গাকপো করেন গোলটি। শেষ দিকে দিয়াজ আরো দুই গোল করে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন। সে সঙ্গে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক।
এই হারের ফলে লেভারকুসেন দুই জয়, একটি করে ড্র ও হার নিয়ে তারা একাদশতম স্থানে রয়েছে।