ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। রোববার রাতে নফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে সালার লিভারপুল। ম্যাচে লুইস দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ।
এ দিন ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। প্রতিপক্ষের কর্নার রুখে দিয়ে দ্রুত বল পায়ে এগিয়ে যান দিয়োগো। এরপর মাঝমাঠের কাছ থেকে তিনি খুঁজে নেন লুইস দিয়াসকে। আর ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নান্দনিক শটে জালের ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।
এরপর ম্যাচে বিরতির পর খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণের সুযোগ পায় লিভারপুল। কিন্তু ৪৭তম মিনিটে সেই আক্রমণ কোনোমতে বুক দিয়ে আটকান গোলরক্ষক। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। দিয়াসের পাস পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান সালাহ।