সময়টা যেন মোটেও ভালো যাচ্ছিল না ব্রাজিলের! বিশ্বকাপে বাছাইয়ে টানা ব্যর্থতায় মাথায় নিয়ে শুরুতেই গোল হজম ব্রাজিলের। অবশেষে মনে দুঃসময়কে পেছনে ফেলে চিলির বিপক্ষে দলকে পথ দেখালেন ইগো জেসুস, লুইস এইহিকরা। তাদের নৈপুণ্যে জয়ে ফিরল দরিভাল জুনিয়রের দল।
শুক্রবার সকালে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। কষ্টের জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
অন্যদিকে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম।