ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে লিওনেল মেসিকে ঘিরে ছিল অন্যরকম এক উত্তেজনা । আর সোমবার টুর্নামেন্টের তৃতীয় দিনে বোকা জুনিয়র্সের সমর্থকরা ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামকে দিয়েছে ভিন্ন অনুভূতি। বোকা জুনিয়র্সের খেলা ঘিরে আর্জেন্টাইনদের উচ্ছ্বাসে তা যেন বুয়েন্স আয়ার্সের রূপ নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তাদের। ২-০ গোলে এগিয়ে থেকেও বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করতে হয়েছে।
ড্র’র ফলে ‘সি’ গ্রুপে বোকা দ্বিতীয় স্থান পেয়েছে। শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে তারা অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছিল। বোকা জুনিয়র্স আগামী শুক্রবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। আর বেনফিকার প্রতিপক্ষ অকল্যান্ড সিটি।
খেলায় ছিল উত্তেজনায় ভরপুর। শারীরিক দিক থেকেও। যার ফলে উভয় দল ১০ জন নিয়ে খেলা শেষ করে। বোকার জজ ফিগাল এবং বেনফিকার আন্দ্রে বেলোত্তি লাল কার্ড দেখেন।
আক্রমণ প্রতিআক্রমণের খেলায় ২০ মিনিটের সময় মিগুয়েল মেরেন্টিয়েলের গোলে এগিয়ে যায় বোকা। ছয় মিনিট ব্যবধানে বেনফিকাকে হতবাক করে রদ্রিগো বাতাগলিয়া বোকাকে ২-০ গোলে এগিয়ে নেন।
তবে দুর্ভাগ্য বোকার। বেনফিকার দুই আর্জেন্টাইন খেলোয়াড় বোকার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি গোল করে সমতায় ফেরান। ওতামেন্দিকে ফাউল করায় পাওয়অ পেনাল্টিতে দি মারিয়া গোল করেন। এ সময় অবশ্য বোকার বড় ক্ষতি বয়ে আনেন ম্যান ইউনাইটেডের সাবেক খেলোয়াড় আন্দের হেরেরা। রেফারির সিদ্ধান্ত নিয়ে বাদানুবাদ করায় তাকে বহিষ্কার করা হয়।