সৌভাগ্য বলতে হবে বার্সেলোনার। লা লিগায় দ্বিতীয় ম্যাচে এসে পয়েন্ট হারানোর উপক্রম হয়েছিল তাদের। এক পর্যায়ে দুই গোলে পিছিয়ে পড়েছিল দলটি। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি, অ্যাওয়েতে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। দুই জয় থেকে ৬ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
ঘরের মাঠে লেভান্তে দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। নিজেদের মাঠের খেলার বাড়তি সুবিধা কাজে লাগিয়ে তারা বার্সেলোনার ওপর শুধু চেপে বসেছিল তা নয়, ম্যাচের শুরুতে গোল আদায় করে নেয় তারা। ১৫ ইভান রোমেরোর গোলে এগিয়ে যায় তারা। শুধু তাই নয়, বিরতির বাঁশি বাজার আগেই আরো এক গোল পায় তারা। হোসে লুইস মোরালেস গোল করে ব্যবধান ২-০ গোলে এগিয়ে যায়।
তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পাল্টে যায়। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৪৯ মিনিটে পেদ্রি ব্যবধান কমানোর পর ফেরান টরেস ৫২ মিনিটে সমতাসূচক গোল করেন। এরপর কোনো দল আর গোলের দেখা পাচ্ছিল। খেলার শেষ বাঁশি বাজার অপেক্ষায়। ম্যাচে তখন ইনজুরি সময়ে। আর এ সময়ে বার্সেলোনার সমর্থকরা আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ামালের চমৎকার ক্রসে বার্সার কোনো খেলোয়াড় হেড করতে পারেনি। তবে হেড করেছিলেন লেভান্তের ডিফেন্ডার এলগেজাবাল। তার হেডে বল ক্লিয়ার হয়নি, বরং নিজেদের জালে জড়িয়ে যায়।
লা লিগায় এখনো জয়ের ধারায় ফিরতে পারেনি আতলেতিকো মাদ্রিদ। প্রথম ম্যাচে হারা দলটি দ্বিতীয় ম্যাচে এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এছাড়া একই দিন অনুষ্ঠিত ম্যাচে মায়োর্কা ও সেল্টা ভিগো পয়েন্ট ভাগাভাগি করেছে। এ ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















