বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম শিরোপার আরও কাছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শুক্রবার, কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ৩-১ গোলে হারায় সাদা-কালো জার্সিধারীরা। ম্যাচে উভয় দলই পেনাল্টি থেকে একটি করে গোল পায়।
এই জয়ে ১৩ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো আলফাজ আহমেদের মোহামেডান। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে পুলিশ এফসি।

কুমিল্লার হোম ভেন্যুতে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয়া মোহামেডানকে পরীক্ষায় ফেলেছিলো পুলিশ এফসি। প্রথমার্ধে অবশ্য কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধেই ম্যাচের চারটি গোল হয়েছে।
ম্যাাচের ৫২তম মিনিটে সানডে ইমানুয়েলের গোলে মোহামেডান এগিয়ে গেলেও ৬৫তম মিনিটে দানিলো কুইপাপা পেনাল্টি থেকে গোল করে পুলিশকে সমতায় ফেরান। অবশ্য পেনাল্টি থেকেই ৮৮তম মিনিটে মোহামেডানকে লিড এনে দেন মুজাফফর মুজাফফরভ। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটি (৯৪তম) ম্যাচের নিজের দ্বিতীয় গোল তুলে নেন সানডে ইমানুয়েল।
আগামী ১৪ মে মোহামেডান তাদের পরের ম্যাচ খেলবে ফর্টিস এফসির বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















