সেরি আতে রোববারের রাতে ইন্টার মিলানের হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এসি মিলানের বিপক্ষে ম্যাচে ৯২ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। এমন অবস্থায় দারুণ এক গোলে ইন্টার মিলানকে পয়েন্ট এনে দিয়েছেন স্তেফান ডি ভ্রিজ। ৯৩ মিনিটে তিনি গোল করেন। স্যান সিরোতে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয়।
পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে ইন্টার মিলান। শীর্ষ থাকা নাপোলির সঙ্গে এখন তাদের পয়েন্টের ব্যবধান ৩। নাপোলির পয়েন্ট ৫৪। ইন্টার মিলানের ৫১। তবে ইন্টার মিলানের হাতে এখনো একটা খেলা বাকি রয়েছে।
এসি মিলানের বিপক্ষে ম্যাচ মানেই ইন্টার মিলানের হার। এমনটা দেখে আসছিল দুই দলের সমর্থকরা। আরো একটা হার তার সঙ্গে যোগ হওয়ার সব প্রস্তুতিই শেষ হয়েছিল। কিন্তু তাদের সেই স্বস্তি কেড়ে নেন স্তেফান ডি ভ্রিজ। এর আগে অবশ্য ইন্টার মিলান দুইবার এসি মিলানের জালে বল ফেলেছিল। দুইবারই অফসাইডের কারণে তা বাতিল হয়। প্রথমবার ফেডেরিকো ডিমার্কো এবং দ্বিতীয়বার লাউতারো মার্টিনেজ গোল করলেও তা বাতিল করেন রেফারি।
ইন্টার মিলানের এমন আক্রমণের ধাক্কা সামলে বিরতির ঠিক আগেই এসি মিলান এগিয়ে যায়। বিরতির পরপরই লাউতারো মার্টিনেজ সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার। এসি মিলানের গোলরক্ষক মাইক মাইগনান কিভাবে বলটা রুখে দিয়েছিলেন তা ভেবে হয়তো নিজেই অবাক হবেন। তারপরও একাধিকবার সমতায় ফেরানোর সুযোগ এসেছিল ইন্টার মিলানের সামনে। কিন্তু কাজের কাজ হয়নি, হয়েছে ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগেই। সমতা নিয়ে মাঠ ছেড়েছে তারা।