দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপে ইংল্যান্ড

বিশ্বকাপ বাছাই

জোড়া গোল করা হ্যারি কেনের উল্লাস

দুই ম্যাচ হাতে রেখে ইংল্যান্ড ২০২৬ সালের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। মঙ্গলবার রাতে অ্যাওয়েতে বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে তারা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। হ্যারি কেন জোড়া গোল করেন। এছাড়া অ্যান্থনি গর্ডন ও এবেরচি ইজে স্কোরশিটে নাম লেখান। ইংল্যান্ডের পাওয়া অন্য গোলটি ছিল আত্মঘাতি।

পাঁচ গোলের এই ম্যাচে ইংল্যান্ড প্রথমার্ধে তিন গোল করে। হ্যারি কেন জোড়া গোল করেন এই অর্ধে। মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল দুটো করেন তিনি। ৪৪ মিনিটে গোল করার পর ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে আবার লক্ষ্যভেদ করেন কেন। ইনজুরি থেকে ফেরা হ্যারি কেনের এ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এটা ছিল ১৩তম গোল। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে কেনের গোল সংখ্যা দাঁড়াল ৭৬।

ম্যাচের প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধে একটা আত্মঘাতি গোল পায় ইংল্যান্ড।

এ জয়ের ফলে ৬ ম্যাচ থেকে ইংল্যান্ডের পয়েন্ট ১৮। বাছাই পর্বে শতভাগ জয় তাদের। এখনো দুটো ম্যাচ বাকি ইংল্যান্ডের। তবে সেখানে সাবেক চ্যাম্পিয়নদের কোনো ভয় নেই। কেননা অনেকটা দূর থেকে তাদের অনুসরণ করছে আলবানিয়া। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ১১। ফলে ইংল্যান্ড পরের দুই ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা বিশ্বকাপে অংশ নেবে। ইংল্যান্ড পরবর্তী দুই ম্যাচে সার্বিয়া ও আলবানিয়ার বিপক্ষে খেলবে।

Exit mobile version