দুই ম্যানচেস্টারের লড়াই দারুণ জমে উঠেছে। তবে সাফল্যের লড়াই নয়, ব্যর্থতার। কার থেকে কে কত বেশি ব্যর্থ হতে পারে তারা যেন সে লড়াইয়ে নেমেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববারের রাতের লড়াইয়ে উভয় দল হেরেছে। আর্সেনালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটি। আর ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে আর্সেনাল শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান অনেকটা কমিয়ে এনেছে। ২৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪১ পয়েন্ট। অন্যদিকে সাবেক দাপুটে দল ম্যানচেস্টার ইউনাইটেড ২৯ পয়েন্ট নিয়ে ক্রমেই রেলিগেশনের দিকে এগিয়ে চলেছে। নিচের দিক থেকে অষ্টমে তাদের অবস্থান।
অ্যাওয়ে ম্যাচে আর্সেনালের কাছে বিধ্বস্ত হলেও শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে তা ফিরিয়ে দিয়ে দারুণ লড়াইয়ে সূচনা করেছিল ম্যানসিটি। মার্টিন ওডেগার্ড দ্বিতীয় মিনিটে আর্সেনালকে এগিয়ে নিয়েছিলেন। ৫৫ মিনিটে আর্লিং হালান্ড সেই গোল ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেই ম্যানচেস্টার সিটির ওপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। সেই ঝড়ে একের পর এক জাল থেকে বল কুড়াতে গিয়ে নাকাল অবস্থা ম্যানসিটির গোলরক্ষকের।
৫৬ মিনিটে থমাস পার্টে, ৬২ মিনিটে মাইলেস লুইস স্কেলি, ৭৬ মিনিটে কাই হাভের্টজ ও ৯৩ মিনিটে ইথান নোয়ানেরি গোল করে ম্যানসিটিকে লজ্জায় ডোবান।
অন্যদিকে নিজেদের মাঠের খেলায় প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসকে ভালোভাবেই রুখে দিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে জা ফিলিপে মাতেতা জোড়া গোল করে ম্যানইউকে এবারের লিগে অষ্টম হার হজম করতে বাধ্য করেন।