উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে খেলার পর ইংল্যান্ড থেকে ফ্রান্সে ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের বহনকারী বাস। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
একটা সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না। বাসের দায়িত্বে থাকা দুই চালকেরও কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনায় বেশ কয়েকটি বাহনের ক্ষতি হয়েছে এবং রিয়াল মাদ্রিদের বাসের সামনের লাইট ভেঙ্গে যায়। দুর্ঘটনার বিষয়টি সমর্থকরা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয়।
ম্যাচের পর খেলোয়াড় ও কর্মকর্তারা বিমানে করে ফিরে যাওয়ায় বাসে কেউ ছিলেন না। রিয়াল মাদ্রিদ মূলত বিপণন কাজের জন্য অ্যাওয়ে ম্যাচে বাস ব্যবহার করে থাকে। এছাড়া বিমানবন্দর ও হোটেল থেকে খেলোয়াড়দের আনা নেওয়া কাজে বাস ব্যবহার করে থাকে।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে এবারের পাঁচ ম্যাচে এটা তাদের তৃতীয় হার। দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি পেয়ে গোল করতে পারেননি।