দেখে নিন ব্রাজিল ও আর্জেন্টিনার সময়সূচী

প্রীতি ম্যাচ

কয়েকদিন আগে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরুর আগে এ অঞ্চলের দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার আর প্রতিযোগিতামূলক খেলা নেই। ফলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচই একমাত্র ভরসা। এ মাসেই উভয় দল প্রীতি ম্যাচে মাঠে নামছে। উভয় দল দুটো করে ম্যাচ খেলবে। প্রীতি ম্যাচের দলও তারা ঘোষণা করেছে।

আগামী ১১ অক্টোবর মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। আসন্ন বিশ্বকাপে ভেনেজুয়েলা চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ম্যাচটি মাঠে গড়াবে ভোর ছয়টায়। দুই দিন বিরতির পর ১৪ অক্টোবর লিওনেল স্ক্যালোনির দল। সে ম্যাচে মেসিদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

আর্জেন্টিনার মতো ব্রাজিলও দুটো প্রীতি ম্যাচ খেলবৈ। সিউলে আগামী ১০ অক্টোবর স্বাগতিক দক্ষিণ কোরিয়া তাদের প্রতিপক্ষ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। তিনদিন বিরতির পর ব্রাজিল পরবর্তী ম্যাচ খেলবে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এ ম্যাচে খেলবে জাপান। টোকিওতে অনুষ্ঠিত এ ম্যাচটি বিকেল ৪.৩০ মিনিটে শুরু হবে।

মূলত এই দুই প্রীতি ম্যাচের ওপর ভর করে বিশ্বকাপের দল ঠিক করবে ব্রাজিল ও আর্জেন্টিনার কোচ। তবে সামনে এখনো অনেক সময় বাকি। এ সময়ে দলে একাধিক পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক।

Exit mobile version