দেম্বেলের হাতে ব্যালন ডি অর দেখছেন দিদিয়ের দেশ্যাম

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যাম ব্যালন ডি অর লড়াইয়ে সবার থেকে বেশি সম্ভাবনা দেখছেন ওসমানে দেম্বেলের। লামিনে ইয়ামালের তুলনায় দেম্বেলের সম্ভাবনা বেশি বলে মনে করছেন তিনি।

ব্যালন ডি অর কার হাতে উঠতে পারে তা নিয়ে জল্পনার শেষ নেই। অনেকেই বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে প্রধান দাবিদার মনে করছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে না পারায় বার্সেলোনার এ তারকা কিছুটা পিছিয়ে পড়েছেন। আর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাঝ দিয়ে ইয়ামালকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেম্বেলে। ইন্টার মিলানকে ফাইনালে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে প্যারিস সেন্ত জার্মেই।

দেম্বেলের প্রতি সমর্থন জানিয়ে দেশ্যাম বলেন, অবশ্যই আমি দেম্বেলেকে সমর্থন জানাচ্ছি। দারুণ একটা মৌসুম পার করেছে সে। নেশনস লিগ তার জন্য আরো একটা সুযোগ এনেছে। বিশ্ব ক্লাব কাপও তাকে সম্ভাবনা বাড়ানোর সুযোগ করে দিয়েছে। যাহোক তার ব্যালন ডি অর’ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে।

Exit mobile version