ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে এই জয়ের আনন্দ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন দলের অন্যতম সেরা তারকা উসমান দেম্বেলে। পরদিন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপে জানিয়েছে, দেম্বেলের চোটে ক্ষোভ প্রকাশ করেছে তার ক্লাব প্যারিস স্যাঁ জার্মেই। ক্লাবটির দাবি, তারা আগেই জাতীয় দলের চিকিৎসকদের সতর্ক করেছিলেন যে দেম্বেলে ক্লান্ত অবস্থায় আছেন, তাই তাকে সাবধানে ব্যবহার করা উচিত। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় এমন ইনজুরি হয়েছে বলে মনে করছে পিএসজি।
চোটের কারণে দেম্বেলেকে মিস করতে চলেছে পিএসজির একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ ওয়ানে আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সঙ্গেও খেলতে পারবেন না তিনি। একই সঙ্গে ফ্রান্সও ৯ সেপ্টেম্বরের আইসল্যান্ড ম্যাচে তাকে পাবে না।
বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। মাঠের বাইরে চলে যাওয়া এই তারকা ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ছিলেন, তাই তার অনুপস্থিতি পিএসজির জন্য বড় ধাক্কাই হয়ে দাঁড়িয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















