ইন্টার মায়ামির হয়ে দারুণ এক ম্যাচ শেষ করে দেশে ফিরেছেন লিওনেল মেসি। উদ্দেশ্য বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মেসির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় এক ক্রীড়া সাংবাদিক।
মেসি দেশে আসলেও রোববার প্রথমদিনের অনুশীলন যোগ দিতে পারেননি। তবে দ্রুতই তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি। রোববারের অনুশীলনে অধিকাংশ খেলোয়াড়কে পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী কোচ স্ক্যালোনি।
জুন মাসে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে দুটো ম্যাচ খেলবে। ৬ জুন চিলির বিপক্ষে ম্যাচ তাদের। ১১ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলাম্বিয়া। বুয়েন্স আয়ার্সে এ ম্যাচটি হবে। বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি। আর্জেন্টিনা প্রথম ম্যাচটি খেলবে ভোর সাতটায়।
সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষ হবে। তবে আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও এক ড্রতে মেসির দেশ পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে। দুইয়ে ইকুয়েডর ও তিনে উরুগুয়ে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















