বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় অংশ নিতে দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নভেম্বরের উইন্ডোতে মেসিরা বাছাই পর্বে দুটো ম্যাচ খেলবে। একটিতে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, অন্যটিতে পেরু। প্যারাগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি মাঠে গড়াবে ১৪ নভেম্বর। নিজেদের মাঠে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ১৯ নভেম্বর।
আর্জেন্টিনার ইজেইজা বিমানবন্দরে নেমে মেসি সরাসরি গাড়িতে উঠে পড়েন। এ সময়ে সেখানে জাতীয় দলের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ক্যামেরাম্যানদের ক্যামেরার ক্লিকে বিমানবন্দর আরো বেশি আলোকিত হয়ে পড়ে। কিন্তু মেসি সেদিকে ভ্রুক্ষেপ করেননি।
এই দুই ম্যাচের মাঝ দিয়ে ২০২৪ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচ শেষ হয়ে যাবে। ২০২৫ সালের আগে আর কোনো খেলা নেই আর্জেন্টিনার। সেই সঙ্গে মেসিরও। ইন্টার মায়ামি প্লে অফ থেকে বিদায় নেওয়ায় মেসির আর কোনো খেলা নেই। মেসি লম্বা সময় ছুটি পাচ্ছেন। ফেব্রুয়ারির আগে তার দলের আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই।
ইন্টার মায়ামিতে মেসি দারুণ সময় পার করলেও এ মৌসুমের শেষটা তার জন্য অস্বস্তিকর হয়ে দেখা দিয়েছে। দারূণ অবস্থায় থাকা সত্ত্বেও তারা এমএলএস প্লে অফ থেকে বিদায় নিয়েছে। প্লে অফের প্রথম ম্যাচের জয়ে তারা এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচে শেষ মুহুর্তের গোলে তারা হেরে যায়। আর তৃতীয় ম্যাচে আগে গোল করেও তারা জয়ের দেখা পায়নি।