সেই একই প্রতিপক্ষ, একই ব্যবধান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সেই ৩-১ ব্যবধানে হেরেছে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক আফঈদা খন্দকার।
প্রথমার্ধে অভিজ্ঞ আমিরাতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। এই সময়ে বাংলাদেশ দুই গোল হজম করে। কোচ অবশ্য গোল করার তুলনায় গোল রক্ষায় মনোযোগ বেশি দিয়েছিলেন। কিন্তু তার এই কৌশলও কাজে লাগেনি। চার ডিফেন্ডার মিলেও আমিরাতের আক্রমণভাগকে ভোতা করতে পারেনি। ফলে গোল হজম করতে হয়ে বাংলাদেশকে। বিরতির পর আরো একবার বাংলাদেশের গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। এ সময়ে আফঈদা পেনাল্টি থেকে একটা গোল পরিশোধ করেন।
আমিরাতে দুই ম্যাচে বাংলাদেশ ৬ গোল হজম করেছে। বিপরীতে দিয়েছে দুই গোল। উভয় গোলই করেন আফঈদা। উভয় গোল পেনাল্টি থেকে পাওয়া। দুই ম্যাচে দুই হারের স্মৃতি নিয়ে আগামীকাল দেশে ফিরবে আফঈদারা।
নানা সংকটের কারণে এ সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি যেমন ভালো হয়নি, তেমনি দল গঠনে কোচ তার সেরা খেলোয়াড়দের পাননি। সর্বশেষ সাফ ফুটবলে খেলা খেলোয়াড়দের নিয়ে সফরে গিয়েছিলেন কোচ।