লা লিগার শিরোপা জয়ের সুযোগ নেই আতলেতিকো মাদ্রিদের। তবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার সুযোগটা ঠিকই আছে তাদের। গতকাল রিয়াল সোসিয়েদাদকে তারা ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচের চারটি গোলই করেন আলেক্সান্ডার সোরলোথ।
এ জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭০। তারা রয়েছে তৃতীয় স্থানে। ৩৪ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
এ ম্যাচে শুধু সোরলোথ শুধু চার গোল করেছেন তা নয়, রেকর্ডও করেছেন। দ্রুততম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড। ম্যাচের বয়স আধাঘন্টার মধ্যে সোরলোথ চার গোল করেন। এর মধ্যে এগারতম মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলোথ। সাত মিনিটে প্রথম গোল করেন তিনি। ১০ ও ১১ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন।
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ছিল এডুমুন্ডো সুয়ারেজ ও চার্লেস বেস্টিটের। ১৯৪১ সালে সুয়ারেজ ও ১৯২৯ সালে বেস্টিট চার মিনিট বেশি সময় নিয়ে হ্যাটট্রিক করেছিলেন। এদিকে এ ম্যাচের চার গোল নিয়ে আতলেতিকো মাদ্রিদের হয়ে এ মৌসুমে সর্বাধিক গোল করার তালিকায় শীর্ষে উঠে এসেছেন। ১৭ গোল তার। তিনি পেছনে ফেলেছেন হুলিয়ান আলভারেজকে। তার গোলের সংখ্যা ১৫।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















