ছুটি পেয়ে গত অক্টোবরে সুইডেনের স্টকহোমে ঘুরতে গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সুইডেনের সফরটা এমন দুর্ভোগ বয়ে আনবে তা জানলে সে দিকে হয়তো নজরই দিতেন না। ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমবাপ্পে অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। শেষ পর্যন্ত তিনি জয়ী হয়েছেন। অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।
ইএসপিএন জানিয়েছে, অভিযোগ ওঠার পরপরই এমবাপ্পের প্রতিনিধি অভিযোগকে মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
এদিকে অভিযোগের তদন্তকারী মারিনা চিরাকোভা বলেছেন, এমবাপ্পের বিপক্ষ আনা অভিযোগ প্রমাণে তদন্তকাজ অব্যাহত রাখার জন্য যথেষ্ঠ প্রমাণ নেই।
তদন্তের সময় সুইডিশ কৌসলিরা তদন্তের বিষয়টি নিশ্চিত করলেও সন্দেহভাজন কারো নাম প্রকাশ করেননি। তবে সুইডেনের একাধিক সংবাদমাধ্যম ফ্রান্সের এই তারকার বিপক্ষে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে।