গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। তবে দুই ম্যাচের দুইটাতেই জিতে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে কলম্বিয়া। নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্যে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৭টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
আজকের ম্যাচটা অন্তত ড্র করতে হবে ব্রাজিলের। তবেই কেবল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে তাঁরা। এই ম্যাচ হারলে ব্রাজিলের শঙ্কা থাকবে। সে ক্ষেত্রে অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে কোস্টারিকাকে।
এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিলই। আর ড্র করলে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে যাবে নয়বারের চ্যাম্পিয়নরা। তবে ব্যাপারটা মোটেও সহজ হবে না ভিনিসিয়ুস জুনিয়রদের জন্য। কারণ টানা ২৫ ম্যাচ অপরাজিত আছে কলম্বিয়া।