নতুন ভূমিকায় লিভারপুলে থাকছেন ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন- ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ইয়ুর্গেন ক্লপ। ঘটেছেও তাই। সবশেষ মৌসুমে অলরেডদের ডাগআউট থেকে সরে দাঁড়ান তিনি। তাঁর পরিবর্তে দলের দায়িত্বে আসেন ডাচ কোচ আর্নে স্লট।

তবে হেড কোচের দায়িত্বে না থাকলেও লিভারপুলেই থেকে যাচ্ছেন ক্লপ। তবে এবার আর কোচ হিসেবে নয়, একেবারেই ভিন্ন ভূমিকায়। ইংলিশ ক্লাবটি জানিয়েছে, লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন ক্লপ।

২০১৫ থেকে ২০২৪—লিভারপুলের ডাগআউটে ৯ মৌসুম ছিলেন ক্লপ। তার অধীনে দলটি খেলেছে ৪৮৯টি ম্যাচ, শিরোপা জিতেছে ৮টি—একটি চ্যাম্পিয়নস লিগ, একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ (কারাবাও কাপ নামে পরিচিত), একটি উয়েফা কাপ, একটি এফএ কমিউনিটি শিল্ড ও একটি ক্লাব বিশ্বকাপ।

Exit mobile version