সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১০ জুন মূল ম্যাচের আগে ৪ জুন অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতি ম্যাচ। এই দুই ম্যাচ ঘিরেই দল সাজানো হয়েছে নতুনত্বের ছোঁয়ায়।
স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনজন নতুন মুখ, যারা একেকজন ভিন্ন দেশের লিগে খেলে আসা ফুটবলার। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে ব্রিটেনে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর। এবার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন কানাডার হয়ে যুব পর্যায়ে খেলা সামিত সোম এবং ইতালির লিগে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম।
নতুনদের সঙ্গে স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, তারিক কাজী ও তপু বর্মণরাও। আক্রমণভাগে রাকিব হোসেন, ইমন শাহরিয়ার এবং সুমন রেজার মতো পরিচিত মুখরা রয়েছেন আগের মতোই। গোলবারের নিচে আছেন মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
এই স্কোয়াডে একদিকে যেমন রয়েছে নতুন রক্তের আগমন, অন্যদিকে রয়েছে অভিজ্ঞতার ভারসাম্যও। বাফুফে আশা করছে, এই ম্যাচ দুটি দেশের ফুটবলের জন্য বড় মাইলফলক হতে পারে—বিশেষ করে বিদেশফেরত খেলোয়াড়দের পারফরম্যান্স যদি প্রত্যাশা অনুযায়ী হয়।
আসন্ন ম্যাচের গুরুত্বের কথা বিবেচনায় রেখে প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করা হলেও, অনুশীলন শেষে কোচ হাভিয়ের কাবরেরা ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন। এই ম্যাচ দিয়েই হামজা-সামিতদের মতো ফুটবলাররা বাংলাদেশ দলে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ : শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মধ্যভাগ : মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম
ফরোয়ার্ড : ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা।
