লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হতেই প্রস্তুতি পর্বে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলার পর নভেম্বরে আরেকটি ম্যাচের পরিকল্পনা করেছে লিওনেল মেসির দল। এবার তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
প্রথমে নভেম্বর মাসে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে— উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে মেসিরা। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী ১৪ নভেম্বর হবে ম্যাচটি। সময় এখনো ঘোষণা করা হয়নি।
বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি প্রীতি ম্যাচটিকে নতুন খেলোয়াড়দের পরখ করার সুযোগ হিসেবে দেখছেন। ২০২২ সালের বিশ্বকাপজয়ী দলের কয়েকজন অবসর নিয়েছেন, আবার কেউ কেউ অনিয়মিত। তাই টানা দ্বিতীয় বিশ্বকাপের পথে নতুন সমন্বয় ও ছন্দ খুঁজছেন স্কালোনি। দলের ওয়ার্কলোড সামলাতে এবং বিকল্প প্রস্তুত রাখতে মেসিকে সীমিত ম্যাচ খেলানোর ভাবনাও থাকতে পারে তার।
যদিও ম্যাচটি অনুষ্ঠিত হবে আফ্রিকার মাটিতে, প্রস্তুতি ক্যাম্প বসবে ইউরোপে। স্পেনেই অনুশীলন করবে আর্জেন্টিনা দল। ম্যাচ শেষে তারা ইউরোপেই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে, যেদিন শেষ হবে ফিফা উইন্ডো।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যা হবে তাদের শেষ প্রস্তুতি।
এছাড়া আগামী বছর ‘ফিনালিসিমা’য় ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে মেসির দল। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৬ সালের ২৮ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে সেই ম্যাচটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











