নাজমুল হাসান পাপনের জন্য জার্সি পাঠালেন ডি মারিয়া

আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়া। সফরের আগেই দেশের নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার পাঠালেন এই আর্জেন্টাইন কিংবদন্তী।

২০২২ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের মানুষের ফুটবল প্রেম দেখেছে গোটা বিশ্ব। তখন থেকেই বৈশ্বিক গণমাধ্যমগুলোর সাহায্যে এদেশের মানুষের নিরঙ্কুশ সমর্থনের কথা জানতে পারেন লিওনেল মেসি-আনহেল ডি মারিয়ারা।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসার প্রতিদান দিতে ইতিমধ্যেই বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার বাংলাদেশে আসছেন ডি মারিয়া।

বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে বাংলাদেশে আনবেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পোষ্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নাজমুল হাসান পাপনের জন্য স্বাক্ষরিত সেই জার্সির ছবি পোষ্ট করে শতদ্রু লেখেন, ‘বাংলাদেশের মাননীয় ক্রীড়ামন্ত্রীর জন্য কিংবদন্তি ডি মারিয়ার অটোগ্রাফকৃত জার্সি।’

এর আগে গতবছর বাংলাদেশ সফর করেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদিনহো। বিশ্বকাপজয়ী এই দুই তারকাকেই বাংলাদেশে এনেছিলেন শতদ্রু দত্ত।

Exit mobile version