নাটকীয় এক গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে সেলটিকের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৩-২ গোল গড়ে জার্মান ক্লাবটি শেষ ষোলোতে পা রেখেছে। প্রথম লেগের খেলায় বায়ার্ন ২-১ গোলে জয় পেয়েছিল।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বায়ার্নের হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত তারা ১-০ গোলে পিছিয়ে ছিল। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে গোল করে তারা ম্যাচে সমতায় ফেরায়।
আগামী শুক্রবার শেষ ষোলোর ড্র হবে। সেখানেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনাল ওঠার লড়াইয়ে বার্য়ান মিউনিখের প্রতিপক্ষ কে হবে। বেয়ার লেভারকুসেন অথবা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে হবে তাদের।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে নিকোলাসের গোলে সেলটিকে এগিয়ে যায়। ১-০ গোলে এগিয়ে থেকে সেলটিক অতিরিক্ত সময়ের খেলায় জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে ঠিক তখনই তাদের হতাশ করেন আলফনসো ডেভিস। ৯৪ মিনিটে গোল করে বায়ার্নের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেন। আর সেলটিকের বিদায়।