দুর্ভাগ্য ম্যানচেস্টার সিটির। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট রাউন্ডের প্লে অফে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয়ের দেখা পায়নি ইংলিশ ক্লাবটি। বরং নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জয় পেয়েছে।
জয়ী দলের কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ ও জুডে বেলিংহাম গোল করেছেন। ম্যানসিটির হয়ে গোল করেছেন আর্লিং হালান্ড।
এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ পরবর্তী রাউন্ডে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল। আগামী ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়া ম্যাচে রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থায় থাকবে। পরবতী রাউন্ডে উঠতে রিয়াল মাদ্রিদকে ড্র করলেই চলবে। অন্যদিকে ম্যানসিটির সামনে একটাই মাত্র পথ খোলা, জয় হচ্ছে সেই একমাত্র পথ। জয় না পেলে ম্যানসিটিকে বিদায় নিতে হবে।
নিজেদের মাঠের এ খেলায় শুরু থেকেই সুবিধাজনক অবস্থায় ছিল ম্যানচেস্টার সিটি। ১৯ মিনিটের সময় হালান্ড ম্যানসিটি সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন। রিয়ালের বিপক্ষে এটি তার প্রথম গোল। বল জালে আছড়ে পড়লেও ম্যানসিটি সমর্থকদের মুখ থেকে হাসি কেড়ে নেয় লাইন্সম্যানের অফসাইডের পতাকা। তবে ভিএআর দেখে রেফারি গোলের বাঁশি বাজালে সেই হাসি ফিরে আসে। বিরতি পর্যন্ত এই এক গোলেই সন্তুষ্ট ছিল ম্যানসিটি।
বিরতির পর কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল মাদ্রিদ খেলায় ফিরে আসে। তবে ৮০ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে গোল করে আবার ম্যানসিটিকে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার ৪৯তম গোল। পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ বড় ধরণের চাপ তৈরি করে ম্যানসিটি ওপর। তার সুফলও পায় তারা। মাত্র ছয় মিনিটে জোড়া গোল করে জয় কেড়ে নেয়। ব্রাহিম দিয়াজ ৮৬ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে আনেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জুডে বেলিংহাম গোল করে রিয়াল মাদ্রিদকে আনন্দে ভাসিয়ে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















