নাটকীয় জয়ে রেক্সহাম দ্বিতীয় রাউন্ডে

কারাবাও কাপ

ওলি পালমার

কারাবাও কাপেরএ মৌসুমের প্রথম রাউন্ডের খেলায় নাটকীয় জয় পেয়েছে রেক্সহাম। মঙ্গলবার দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে রেক্সহাম হাল সিটিকে হারিয়ে দেয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় তারা।

নিশ্চিত হারের পথে ছিল রেক্সহাম। ৯০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল দলটি। আর তখনই দেখা দেয় নাটকীয়তা। এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রেক্সহামের স্ট্রাইকার ওলি পালমার।

রেক্সহাম ক্লাবটির মালিক হলিউডের দুই তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকেলহেনি। হতাশ দুই মালিক প্রথম রাউন্ডে বিদায়ের চিন্তায় মগ্ন। ঠিক তখনই ওলি পালমারের চমক। ৯১ মিনিটে প্রথম গোল পালমারের। পরের মিনিটে আবার হাল সিটির গোলরক্ষককে জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়। এ গোলটিও ওলি পালমারের।

ম্যাচে রেক্সহামের খেলোয়াড়রা সমর্থকদের দুঃশ্চিন্তায় রাখলেও টাইব্রেকারে লক্ষ্যভেদে কোনো ভুল করেননি। একের পর এক গোল করেছেন তারা।

Exit mobile version