সেরি আতে ইন্টার মিলানের অবস্থান সবার উপরে। আর মোঞ্জা সবার নিচে। স্বাভাবিকভাবে দুই দলের শক্তির পার্থক্য বিস্তর। কিন্তু শনিবার সান সিরোতে এই মোঞ্জা বড় ভয় ধরিয়ে দিয়েছিল ইন্টার মিলানের সমর্থকদের মনে। পয়েন্ট কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। দুই গোলে পিছিয়ে থাকার পর ইন্টার মিলান ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
মোঞ্জার বিপক্ষে জয়ের পর ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান শীর্ষস্থান ধরে রেখেছে। ২৭ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে নাপোলি দ্বিতীয় স্থানে। ৫৫ পয়েন্ট নিয়ে আটালান্টা তৃতীয় স্থানে।
সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে মোঞ্জার পারফরম্যান্স ইন্টার মিলানকে থমকে দিয়েছিল। একের পর এক গোল করে তারা চমকে দিয়েছিল শীর্ষে থাকা দলটিকে। প্রথম আধাঘন্টা ভালোভাবেই চলছিল সবকিছু। কিন্তু ৩২ মিনিটে ইন্টার মিলানের সমর্থকদের হতবাক করে দেয় মোঞ্জা। পুরো মৌসুমে মাত্র দুই জয় নিয়ে খেলতে নামা মোঞ্জা দারুণ এক গোলে এগিয়ে যায়। ড্যানি মোতার সঙ্গে বল দেওয়া নেওয়া করে স্যাময়েলে ব্রিনডেলি গোল করে দলকে এগিয়ে নেন।
এই গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতে বিরতির আগে আবার গোল হজম করতে হয় ইন্টার মিলানকে। ৪৪ মিনিটে গোল করেন কেইতি বলদে। তবে বিরতির আগেই এক গোল পরিশোধ করে ইন্টার মিলান। ইনজুরি সময়ের প্রথম মিনিটে মার্কো আরাউতোভিচ গোল করে ব্যবধান ২-১ করেন।
বিরতির পর এসে ইন্টার মিলান আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ৬৪ মিনিটে হাকান কালহানোগলু গোল করে সমতায় ফেরান। আর ৭৭ মিনিটে মোঞ্জার কাইরিয়াকোপুলাস নিজেদের জালে বল জড়িয়ে ইন্টার মিলানকে জয় উপহার দেন। স্বস্তিতে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















