টানা দুই ম্যাচ হারায় ক্লাব বিশ্ব কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে উলসানের। তবে গত রাতে ফ্লুমিনেজকে বড় একটা ধাক্কা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। ৪-২ গোলে হারা ম্যাচে চরম নাটকীয়তায় রূপ দিয়েছিল দলটি। কেননা ম্যাচে এক পর্যায়ে তারা ২-১ গোলে এগিয়ে ছিল। এই ব্যবধানটা বিরতি পর্যন্ত ছিল।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের জয়টা বেশ নাটকীয়। শেষ সাত মিনিটে তারা জোড়া গোল করে জয় পেয়েছে। ৮৩ মিনিট পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত ছিল।
এ জয়ের ফলে ফ্লুমিনেজ ‘এফ’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট চার। স্বাভাবিকভাবে দুই হারে উলসানের ভান্ডার শূন্য।
আগামী বুধবার উলসান বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে। অন্যদিকে ফ্লুমিনেজ খেলবে মেমেলোডি সানডাউন্সের বিপক্ষে।
এদিকে দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট মেক্সিকান ক্লাব মন্তেরের সঙ্গে ড্র করেছে। গোলশূন্য ড্র’র মাঝ দিয়ে ‘ই’ গ্রুপে রিভার প্লেট পয়েন্ট টেবিলের নেতৃত্ব দিচ্ছে। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ চার পয়েন্ট। এ গ্রুপে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান সমান পয়েন্ট গোল পার্থক্যে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















