নান্দনিক ফুটবল উপহার দিয়ে কোয়ার্টার-ফাইনালে স্পেন। কোলনে রোববার রাতে ফুটবলপ্রেমীদের চোখ জুড়ানো নান্দনিক ফুটবল উপহার দেন স্পেন। তবে শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি।
এরপর অসাধারণ ফুটবল উপহার দিয়ে ৪-১ গোলে জিতেছে তারা। ম্যাচে রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। আর প্রতিপক্ষের ওই আত্মঘাতী গোলটি ছাড়া পুরো ম্যাচে আর কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি জর্জিয়া।
ফলে প্রথমবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে খেলতে এসেই নকআউট পর্বে ওঠা জর্জিয়ার স্বপ্নযাত্রা। ইউরোর সেরা এই আসরে সর্বোচ্চ তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন ও জার্মানি। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে দল দুটি।