গত মৌসুমটা ম্যানসিটির ভালো যায়নি। কোনো ট্রফি জয় করতে পারেনি ক্লাবটি। ফলে নতুন করে দল সাজানোর সিদ্ধান্ত। তারই অংশ হিসেবে অনেক পরিবর্তনের একটি ছিল কেভিন ডি ব্রুইনের বিদায়। ব্রুইনকে কয়েকদিন আগে বিদায় দেয় তারা। ম্যানসিটির সঙ্গে সম্পর্কের ইতি হতে না হতেই নতুন ঠিকানা পেয়েছে গেছেন ব্রুইন। তার নতুন ঠিকানা নাপোলি।
ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিয়েছেন ডি ব্রুইন। অবশ্য প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগার একাধিক তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে সবার থেকে এগিয়ে ছিল মেজর সকার লিগের শিকাগো ফায়ার। কিন্তু ডি ব্রুইন বেছে নেন নাপোলিকে। ক্লাবটির প্রেসিডেন্ট আওরেলিও ডি লরেন্তিস তাকে ক্লাবে স্বাগত জানান। তাকে স্বাগত জানিয়ে, লরেন্তিস লিখেছেন, কিং কেভ ইজ হিয়ার।
৩৩ বছরের বেলজিক তারকা ম্যানসিটি দশ মৌসুম কাটিয়েছেন। ক্লাবটির হয়ে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন।
কেভিন ডি নাপোলিতে অনেকটা পরিচিত পরিবেশ পাবেন। কেননা তার সঙ্গী হিসেবে এখানে তিনি পাবেন প্রিমিয়ার লিগের সাবেক খেলোয়াড় স্কট ম্যাকটমিনে ও বিলি গিলমোরকে।