লাউতারো মার্টিনেজ, ডেনজেল ডামফ্রাইস ও মার্কাস থুরাম স্কোর শিটে নাম লিখিয়েছেন। আর তাতেই রোববার রাতে সেরি আ’র ম্যাচে এম্পোলিকে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে ইন্টার মিলান। ৩-১ গোলের জয়। নিজেদের মাঠের এ জয় নিয়ে ইন্টার মিলান পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে।
২০ ম্যাচ শেষে ইন্টার মিলান ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২১ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে রয়েছে। ফলে ইন্টার মিলানের সামনে এখন শীর্ষে ওঠার হাতছানি।
সহজ জয় পেলেও প্রথমার্ধটা ইন্টার মিলানের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না। এ সময়ে এম্পোলি তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়েছিল। ইন্টার মিলান তাদের তিনটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। এম্পোলিও তাদের ব্যবধান কমানোর গোলটি পায় দ্বিতীয়ার্ধে।
৫৫ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নেন। ৭৯ মিনিটে ডামফ্রাইস ব্যবধান ২-০ করলেও চার মিনিট পর ইন্টার মিলানের অস্বস্তি বাড়িয়ে দেন সেবাস্তিয়ানো এসপোসিতো। ব্যবধান কমে ২-১ হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে গোল করে ব্যবধান ৩-১ করেন।