সেরি আ’তে শীর্ষে উঠার লড়াইটা ভালোভাবে ধরে রেখেছে ইন্টার মিলান। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে তারা ৪-০ গোলে লিসকে হারিয়েছে। ডেভিড ফ্রাত্তেসি, লাউতারো মার্টিনেজ, ডেনজেল ডামফ্রাইস ও মেহদি তারেমি গোলগুলো করেন।
এ জয়ের ফলে ২১ ম্যাচ শেষে ইন্টার মিলান ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৫৩ পয়েন্ট নিয়ে নাপোলি শীর্ষে। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে। ইন্টার মিলান তাদের ২২তম ম্যাচে জয় পেলে নাপোলিকে টপকে শীর্ষে উঠে আসবে।
গত শনিবার নাপোলি ২-১ গোলে জুভেন্টাসকে হারিয়ে ইন্টার মিলান থেকে ছয় পয়েন্টে এগিয়ে যায়। এই ব্যবধান কমাতে শুরু থেকেই ইন্টার মিলান প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই তারা গোলের জন্য মরিয়া হয়ে লড়েছে। ফসল ঘরে তুলতে মোটেও দেরি করতে হয়নি। ষষ্ঠ মিনিটে গোল পেয়ে যায় তারা। ফ্রাত্তেসি করেন গোলটি। ইন্টার মিলানের হয়ে এটি তার প্রথম গোল।
এরপর একে একে লাউতারো মার্টিনেজ, ডেনজেল ডামফ্রাইস ও মেহদি তারেমি স্কোরশিটে নাম লেখান। তবে ম্যাচ নিয়ে হতাশা কম ছিল না ইন্টার মিলান কোচের। দলের হয়ে লাউতারো মার্টিনেজ দ্বিতীয় গোল করার আগে ইন্টার মিলান আরো দুইবার লিসের জালে ফল ফেলেছিল। দুইবারই অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করেন। এতে কোচ সিমোনে ইনজাঘি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ের নিজের সীমানা থেকে বাইরে হয়ে আসলে হলুদ কার্ড দেখে নিজেকে শান্ত করেন।