বদলি খেলোয়াড় মার্কো আর্নাউতোভিচের গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় জয় পেয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার রাতে নিজেদের মাঠের খেলায় স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে তারা ১-০ গোলে হারিয়েছে।
ইনজুরিতে আক্রান্ত মার্কাস থুরামের স্থলাভিষিক্ত হয়ে বিরতির সময় মাঠে আসেন মার্কো আর্নাউতোভিচ। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করার পর ৭৯ মিনিটে মূল্যবান এ গোলটি পান মার্কো। তবে গোলটি পেতে পারতেন লাউতারো মার্টিনেজ। তার শট আতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক রুখে দিলে বল চলে যায় মার্কো আর্নাউতোভিচের কাছে। এবারের সুযোগটি কাজে লাগাতে তিনি ভুল করেননি।
চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম ইন্টার মিলান ও অ্যাতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। আর সব মিলিয়ে দ্বিতীয় বার। ২০১০ সালে উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল তারা। সে সময় জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচে ইন্টার মিলানের স্পষ্ট আধিপত্য ছিল। আতলেতিকো যে ছেড়ে কথা বলেছে তা নয়। তবে তাদের সব আক্রমণ ইন্টারের রক্ষণভাগে এসে থমকে যাচ্ছিল। ফলে গোল করার পরিস্কার কোনো সুযোগ তারা পায়নি। এর মাঝে স্যামুয়েল ইনো আতলেতিকোর হয়ে প্রথম সুযোগটি পেয়েছিলেন। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
বিরতির আগে মার্টিনেজ ও থুরামের রসায়নে গোল করার দারুণ এক সম্ভাবনা তৈরি করেছিল ইন্টার। তবে মাদ্রিদের রক্ষণভাগ তাদের এ প্রচেষ্টা রুখে দেয়। বিরতির পরপরই আবার সুযোগ পেয়েছিল ইন্টার মিলান। কিন্তু মার্কো আর্নাউতোভিচ সুযোগ কাজে লাগাতে পারেননি। কিছু সময় পর মার্কো আর্নাউতোভিচ সমর্থকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। পোস্টের সামনে বল পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। বরং বলকে ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত তারই গোল সমর্থকদের মুখে হাসি ফোটায়।
আগামী ১৩ মার্চ ফিরতি লেগের ম্যাচ স্পেনে অনুষ্ঠিত হবে। সে ম্যাচটা ইন্টারের জন্য কঠিন হয়ে দেখা দিতে পারে। আর টুর্নামেন্টে টিকে থাকার জন্য অ্যাতলেতিকোর সামনে সেটাই শেষ সুযোগ।