নিজের মাথায় ব্যর্থতার দায় নিলেন এমবাপে

নিজেদের মাঠে খেলা, অথচ বিপুল সমর্থন কিংবা দুর্দান্ত অ্যাটাকিং ফুটবলের কোনোটাই কাজে লাগলো না ফরাসি জায়ান্ট পিএসজির। চ্যাম্পিয়নস লিগের মেগা ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রেঞ্চ ক্লাবটিকে আবারো আটকে দিলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড।

চলতি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটিকে বিদায় জানানোর কথা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। এমতাবস্থায় এটিই নিজের ঘরের মাঠে শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ছিলো তাঁর। এমনই এক ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে পরাজয়ের দায়ভার নিজের মাথায় তুলে নিলেন এমবাপে।

গতকাল পার্ক ডি প্রিন্সেসে হারের পর এমবাপে বলেন, ‘আমি সবসময়ই দলকে সহযোগিতা করতে সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু কাল সেটা যথেষ্ঠ ছিল না। আমার অবশ্যই গোল করা উচিত ছিল, দলও সেটাই চায়। বক্সের ভেতর আমরা কতটুকু দক্ষ ছিলাম, সেটা দেখতে গেলে বলতেই হয় আমাকে ওরা টার্গেট করেছিল। যখন সবকিছু ঠিকভাবে হয় তখন সব স্পটলাইট আমার ওপর থাকে। কিন্তু যখন তা না হয় তখনো সবকিছুই বলা উচিত। কাউকে না কাউকে তো ব্যর্থতার দায়ভার নিতে হবে, এখানে সমস্যার কিছু দেখি না। আজ যদি কারো স্কোর করার কথা থাকতো তবে সেটা প্রথমেই আমি। এটাই জীবন, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, সামনে এগিয়ে যেতে হবে।’

এই ফরাসি তারকা আরো বলেন, ‘আমি জানি না ডর্টমুন্ড আমাদের থেকে ভালো খেলেছিল কি না। তাদেরকে অপমান করার প্রয়োজন নেই। আমার মত হলো তারা দুই বক্সেই আমাদের থেকে এগিয়ে ছিল। আমাদের বক্সে এক থেকে দুইবার তারা এসেছে এবং গোল পেয়েছে। আমরা বেশীরভাগ সময়ই তাদের ওখানে পৌঁছেছি কিন্তু কোনো গোলই আদায় করতে পারিনি। এটাই বাস্তবতা। আমি কখনই ভাগ্যকে দোষারোপ করতে পছন্দ করি না। কেউ যখন ভালো খেলবে তখন পোস্টে কেন বল লাগাবে।’

Exit mobile version