ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। মার্শেইয়ের কাসিস শহরে নিজের বাড়িতে থাকাকালীন ভোররাতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। ফরাসি গণমাধ্যম আরটিএল জানিয়েছে, চোরেরা প্লাতিনির ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রায় ২০টি ট্রফি ও পদক লুটে নিয়েছে।
ভোর পাঁচটা পঁচিশ মিনিট নাগাদ বাগানে শব্দ শুনে বাইরে যান ৭০ বছর বয়সী প্লাতিনি। জানালার পাশে এক অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে দেখতে পান। হুডি ও কালো পোশাক পরা সেই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। এরপর বাড়ির বাগানে রাখা ট্রফির ঘরে চুরির চিহ্ন দেখতে পান তিনি।
এ ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। মার্শেইয়ের কৌঁসুলির দপ্তর নিশ্চিত করেছে, চুরির পুরো বিবরণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারে ইউরো ১৯৮৪ জিতেছিলেন প্লাতিনি। তিনবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল কিংবদন্তি ১৯৮৫ সালে জুভেন্টাসের হয়ে ইউরোপিয়ান কাপও ঘরে তুলেছিলেন। জাতীয় দলের হয়ে ৭২ ম্যাচে করেছেন ৪১ গোল। পরবর্তী সময়ে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার সভাপতির দায়িত্বও পালন করেছেন দীর্ঘ ৯ বছর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















