নিশ্চিত হলো লুইস দিয়াসের বায়ার্ন যাত্রা

ছবি: কালেক্টেড

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো—লিভারপুল ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিলেন লুইস দিয়াস। বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়নরা কলম্বিয়ান ফরোয়ার্ডের জন্য দেওয়া দ্বিতীয় প্রস্তাবেও লিভারপুল রাজি হয়ে গেছে

দুই পক্ষের সম্মতিতে চূড়ান্ত হলো এই দলবদল। ২৮ বছর বয়সী দিয়াস বায়ার্নের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তিতে সই করেছেন। যদিও ক্লাবটি ট্রান্সফার ফি প্রকাশ করেনি, তবে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৭৫ মিলিয়ন ইউরো (সাড়ে সাত কোটি) ব্যয়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

গত মৌসুমে লিভারপুলের হয়ে ১৭টি গোল করে দারুণ ফর্মে ছিলেন দিয়াস। ক্লাবের প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন। তবে মৌসুম শেষে গণমাধ্যমে আসে, নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি।

বায়ার্ন প্রথমে ৬ কোটি ৭৫ লাখ ইউরোর একটি প্রস্তাব দেয়, যা ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। বার্সেলোনাও নাকি মাঝপথে আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় প্রস্তাবে রাজি হয় ইংলিশ ক্লাবটি।

বায়ার্নে যোগ দিয়ে উচ্ছ্বসিত দিয়াস বলেন, “আমি খুব খুশি। বায়ার্ন মিউনিখ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। আমার ব্যক্তিত্ব ও খেলার ধরণ দিয়ে দলে অবদান রাখতে চাই। আমাদের লক্ষ্য হবে প্রতিটি শিরোপার জন্য লড়াই করা।”

২০২২ সালের জানুয়ারিতে পোর্তো থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন তিনি। অ্যানফিল্ডে তিন বছরে ১৪৮ ম্যাচে ৪১টি গোল করেছেন, জিতেছেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও দুটি লিগ কাপ।

জার্মানিতে এবার প্রথমবারের মতো খেলবেন দিয়াস। বায়ার্নে তিনি পরবেন ১৪ নম্বর জার্সি। নিঃসন্দেহে বায়ার্নের ফ্যানরা দিয়াজ কে তাদের দলে নেয়ার খবরে উচ্ছাসিত। এখন দেখার পালা বুন্দেসলিগায় নিজেকে কতটা মানিয়ে নিতে পারে দিয়াজ।

Exit mobile version