নিষিদ্ধ হচ্ছেন রোনালদো

এর আগেও একবার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছিলেন। কিন্তু আল-আহলি জোরালোভাবে পাশে দাড়িয়েছিলো। কিন্তু এবার দর্শকদের উদ্দেশ্য যা করলেন তার সমর্থনে কোন যুক্তিই দাঁড় করানো সম্ভব নয়।

সব মিলিয়ে দুই ম্যাচের জন্য রোনালদোর নিষেধাজ্ঞার বিষয়টি একপ্রকার নিশ্চিত।

মাঠে প্রতিপক্ষই হবে মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় এ নিয়ম কার্যকর হচ্ছে না। প্রতিপক্ষ খেলোয়াড়ের তুলনায় প্রতিপক্ষ দলের সমর্থকরা যেনো তার মূল প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। সৌদি প্রো লিগে যে দলের বিপক্ষে মাঠে নামছেন তারাই পরিবেশ পরিস্থিতি রোনালদোর জন্য কঠিন করে তুলছে। তারই ধারাবাহিকতায় এবার শাস্তির মুখে রোনালদো। এরই মধ্যে জরিমানা গুনেছেন, এবার নিষিদ্ধ হতে যাচ্ছেন।

রোনালদোর এই জরিমানা ও সম্ভাব্য নিষেধাজ্ঞার মূল কারণ লিওনেল মেসি। রোনালদোর খেলছেন সৌদি লিগ, আর মেসি যুক্তরাষ্ট্রে। স্প্যানিশ লিগে দুই জন প্রতিপক্ষ ছিলেন। সেই প্রতিদ্বন্দ্বিতা যেনো এখনো শেষ হয়নি। মেসির ছায়া তাকে সৌদি আরবেও তাড়া করে বেড়াচ্ছে।

গত রোববার সৌদি প্রো লিগে আল শাবাবের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচে রোনালদো যখনই বল ধরেছেন তখনই আল শাবাবের সমর্থকরা মেসি মেসি বলে চিৎকার করেছেন। এরই এক পর্যায়ে রোনালদো মেজাজ হারিয়ে ফেলেন এবং অশালীন অঙ্গভঙ্গি করেন। এমন পরিস্থিতির শিকার আগেও হয়েছেন রোনালদো এবং তার জবাবে তিনি বিভিন্ন ধরণের অঙ্গভঙ্গিও করেছেন। আগে এসব ঘটনা উপক্ষো করে গেলে সৌদি ফুটবল সংস্থা এবার কঠোর হয়েছে। ফলে শাস্তির মুখে পড়তে হচ্ছে রোনালদোকে।

রোনালদো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। দুই ম্যাচ নিষিদ্ধ হলে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে খেলতে পারবেন না এই পর্তুগীজ। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আল আইনের বিপক্ষেও মাঠে নামতে পারবেন না।

Exit mobile version