সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের জাতীয় দলের খেলোয়াড় নেইমারের। একের পর এক ইনজুরি সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আবারো অস্ত্রোপচার টেবিলে যেতে হয়েছে তাকে। গতকাল বৃহস্পতিবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে নেইমারের।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের খেলা চলছে। গত মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় ব্রাজিল তারকা হাঁটুতে আঘাত পেয়েছিলেন। আঘাত মারাত্মক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। প্রয়োজন দেখা দেয় অস্ত্রোপচারের। ব্রাজিলের জাতীয় দলের ডাক্তার রডরিগো লাসমার নেইমারের অস্ত্রোপচার করেন।
গত মাসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছিলেন কোপা আমেরিকার আগে নেইমার মাঠে ফিরতে পারেন। তবে এখন আর এ ব্যাপারে কেউ কিছু বলছে না। কবে নাগাদ নেইমার আবার মাঠে ফিরতে পারবেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি। অস্ত্রোপচারের পর নেইমার তার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।
নেইমার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলছেন। তার এই ইনজুরির কারণে ক্লাবের দুঃশ্চিন্তার পরিমাণ বেড়েই চলেছে। বিশাল অর্থ ব্যয়ে তাকে দলে ভেড়ানো হয়েছে কিন্তু ইনজুরির কারণে তারা নেইমারকে পাচ্ছে না।
২০২৪ সালে পরবর্তী কোপা আমেরিকা মাঠে গড়াবে। এবারের কোপা আমেরিকার স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০ জুন থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে। নেইমারের এই অস্ত্রোপচারে রফলে এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে ব্রাজিল বড় ধরণের ক্ষতির মুখে পড়তে পারে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচ তার প্রমাণও রয়েছে। নেইমারের আহত হওয়া ম্যাচে ব্রাজিল ০-২ গোলে হেরে যায়।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের অবস্থা তেমন ভালো নয়। এরই মধ্যে তারা এক ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়েছে। এ অঞ্চল থেকে ছয়টি দল সরাসির বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সে কারণে চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া নিয়ে ব্রাজিলের তেমন কোনো দুঃশ্চিন্তা নেই। কিন্তু বাছাই পর্ব শুরু হতে না হতেই হারটা ব্রাজিলের সঙ্গে মানানসই নয়।
দীর্ঘ ছয় বছর ফ্রান্সের ক্লাব পিএসজিতে কাটানোর পর গত আগষ্টে নেইমার সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন। কিন্তু এ পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। পারফরম্যান্স নেইমারের নামের সঙ্গে তাল মেলাতে পারছে না। মাত্র একটা গোল করেছেন। একটা সময় যে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে তার তুলনা হতো সেই রোনালদো ও মেসি নিজ নিজ ক্লাবে ঠিকই গোলের পর গোল করে যাচ্ছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















