নেইমারের ফেরার দিনে সান্তোসের হার

দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র, কিন্তু ফিরেই পেলেন না কাঙ্ক্ষিত আনন্দ। কোপা দো ব্রাজিলের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে তার দল সান্তোসকে।

প্রথম লেগে দুই দল ১-১ গোলে ড্র করেছিল। দ্বিতীয় লেগেও গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত হয় সান্তোস। ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। অনেকদিন পর ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলে ফেরেন তিনি। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি এবং তার সতীর্থরা।

ম্যাচের শেষদিকে একটি দুর্দান্ত শট নেন নেইমার, কিন্তু সিআরবির গোলকিপার অসাধারণ দক্ষতায় তা রুখে দেন। টাইব্রেকারে প্রথম শটটি নেন নেইমার নিজেই এবং সফলভাবে গোল করেন। কিন্তু শেষ পর্যন্ত হোসে আলমেইদা সিলভার শট মিস করায় জয় হাতছাড়া হয় সান্তোসের।

এই হারের ফলে কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিতে হয় সান্তোসকে। নেইমারের প্রত্যাবর্তন আনন্দের বদলে নিয়ে এলো হতাশা। বর্তমানে ব্রাজিলিয়ান লিগেও কঠিন সময় পার করছে সান্তোস। ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে লিগ টেবিলের ১৯তম স্থানে। আগামী রোববার সান্তোস মুখোমুখি হবে এসপোর্ট ক্লাব ভিটোরিয়ার।

Exit mobile version