ফের চোট আক্রান্ত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। চোটের কারণে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত। কারণ বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে পুরোপুরি ফিট হতে হবে-নেইমারকে এমন শর্তই বেঁধে দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
কোচের শর্ত পূরণ করতে ৩৩ বছর বয়সী তারকার হাতে আছে মাত্র ছয়মাস। সময় দ্রুত ফুরিয়ে আসছে, নেইমার আশা জাগাতে পারছেন কই! পাশের মহাদেশে বসতে যাওয়া বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও পুরনো শত্রু গত (২৫ নভেম্বর) ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ১-১ গোলে ড্র করে অবনমন অঞ্চলে নেমে গেছে সান্তোস। ম্যাচের আগে নতুন করে ফের চোটে পড়েছেন নেইমার।
দলের তারকা খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে জয়ের দেখা পায়নি পেইজিরা। ৩৫ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে সান্তোস। অবনমন এড়াতে তাদের হাতে আছে আর মাত্র ৩টি ম্যাচ।
খুব সম্ভবত এই তিন ম্যাচেও নেইমারকে ছাড়াই খেলতে হবে সান্তোসকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, মেনিস্কাস ইনজুরির কারণে চলতি বছর আর মাঠে নামা নাও হতে পারে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের।
সে ক্ষেত্রে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন যে বড়সড় ধাক্কা খেতে যাচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়। গত জানুয়ারিতে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। এরপর থেকে ২৫ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবে এ সময়েও ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে তাকে। মাত্রই ইনজুরি কাটিয়ে ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন এই ৩৩ বছর বয়সী।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















