ব্রাজিলের ঘরোয়া প্রতিযোগিতা পলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে নেইমারের সান্তোস। রোববার রাতে তারা করিন্থিয়ান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে। নেইমার অবশ্য এ ম্যাচে খেলেননি। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন।
সময়ের দুই আলোচিত তারকা লিওনেল মেসি ও নেইমার নিজ নিজ ক্লাবের হয়ে রোববার রাতে মাঠে নামেননি। মেজর সকার লিগে গ্যালারিতে বসে মেসি দলের জয় দেখলেও হার দেখতে হয়েছে নেইমারকে। ইনজুরির কারণে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নেননি স্যান্তোস কোচ। আগের ম্যাচে ইনজুরিতে পড়ায় এ ম্যাচে তাকে বাইরে রাখা হয়েছিল। ফলে চার ম্যাচ পর আবার মাঠের বাইরে নেইমার।
এই ম্যাচে হারের ফলে ঘরোয়া এই শিরোপা সম্ভাবনা শেষ হয়ে গেল সান্তোসের। খেলার শুরুতেই সান্তোসকে চমকে দেয় করিন্থিয়ান্সের ইউরি আলবার্টো। ম্যাচের দ্বাদশ মিনিটে গোল করে তিনি দলকে এগিয়ে নেন। যদিও ৩৮ মিনিটে টিকুইনহো সোয়ারেসের গোলে সান্তোস ম্যাচে ফিরেছিল কিন্তু হার এড়াতে পারেনি। ৫৬ মিনিটে করিন্থিয়ান্সের হয়ে আবার গোল করেন রদ্রিগো গারো। তার গোলে জয় নিশ্চিত হয় করিন্থিয়ান্সের। আর বিদায় সান্তোস ও নেইমারদের।
শিরোপা লড়াইয়ে করিন্থিয়ান্স এখন পালমেইরাস বা সাও পাওলোর মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে সোমবার রাতে তারা মুখোমুখি হবে।
