ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফুটবলজীবনের সামনে এখন এক মোড়ঘোরানো সিদ্ধান্ত অপেক্ষা করছে। তিনি হয় নিজের শুরুর ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তি করবেন, নয়তো পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস), যেখানে ইতোমধ্যেই খেলছেন তাঁর দুই প্রাক্তন সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীকে আবার একসঙ্গে দেখতে চান কোটি ভক্ত। তবে ৩৩ বছর বয়সী নেইমারকে এ বছর শেষ হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে তিনি ফিরে এসেছিলেন নিজের ঘরে—সান্তোসে। তবে বারবার চোটে পড়ায় তাঁর পারফরম্যান্সে পড়েছে বড় প্রভাব। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে এখনো পুনর্বাসনে আছেন তিনি।
স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, নেইমারের প্রধান লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপের আগে নিজেকে আবার আলোচনায় ফিরিয়ে আনা। এজন্য তিনি এমন কোনো ক্লাবে যেতে চান, যেখানে খেলে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির নজরে আসা সম্ভব। কিন্তু আল হিলাল সময়কার গুরুতর হাঁটুর ইনজুরির পর ইউরোপের বড় ক্লাবগুলো তাঁর প্রতি আগ্রহ হারিয়েছে। স্পোর্ত–এর ভাষায়, “ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ।”
তাই এখন তাঁর সামনে দুটি বাস্তব বিকল্প—নিজ দেশের সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করা অথবা এমএলএসে যোগ দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামা। যুক্তরাষ্ট্রে খেলার প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়; জীবনযাপন সহজ, প্রচারও বেশি। এর পাশাপাশি সবচেয়ে বড় টান—পুরোনো দুই বন্ধুর উপস্থিতি। মেসি ও সুয়ারেজ ইতোমধ্যেই মায়ামির মূল ভরসা, আর মেসি সম্প্রতি ক্লাবটির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি করেছেন।
এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, “মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে। আমরা এখনো নিয়মিত কথা বলি।”
এখন ফুটবলবিশ্বের চোখ সেই সিদ্ধান্তের দিকেই—নেইমার কি সান্তোসে থেকেই ক্যারিয়ারের শেষটা নিজের দেশেই রাঙাবেন, নাকি মায়ামিতে গিয়ে পুরোনো সঙ্গীদের সঙ্গে আবার লিখবেন ‘এমএসএন’-এর নতুন অধ্যায়?
