নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে ৪-০ গোলে। এ জয়ের ফলে টুর্নামেন্টে টিকে থাকার আলো দেখতে পাচ্ছে ইংল্যান্ড। ঠিক বিপরীত চিত্র নেদারল্যান্ডসের। এই ম্যাচে হারের ফলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলার সম্ভাবনা ঝুঁকিতে পড়ে গেছে। দুই ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ৩। গোল পার্থক্যে ইংল্যান্ড এগিয়ে রয়েছে।
এই গ্রুপে টানা দুই জয় থেকে নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স। ইংল্যান্ড দ্বিতীয় স্থানে, নেদারল্যান্ডস তৃতীয়তে। আর সবার শেষে ওয়েলস। টুর্নামেন্টে এবারই প্রথম খেলতে আসা ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড। অন্য ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। সেই বিচারে ইংল্যান্ড এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে এ ম্যাচে উভয়ার্ধে দুটি করে গোল পেয়েছে ইংল্যান্ড। লরা জেমস উভয়ার্ধে একটি করে গোল করেন। এছাড়া স্কোরশিটে নাম লেখান জর্জিয়া স্ট্যানওয়ে ও ইলা টনে।
এদিন অনুষ্ঠিত অন্য এক ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে ওয়েলসকে হারিয়েছে। ফ্রান্সের হয়ে ক্লারা মাতেও, আমেই মাজরি, গ্রেস গেয়েরো ও কাদিদিয়াতু দিয়ানি গোল করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















